Key Highlights
দেশে আসতে চলেছে 5G পরিষেবা। কিন্তু তার আগে এই পরিষেবায় ভারতবর্ষে চালু হলে তার কিরকম প্রভাব ফেলবে তা জানতে অনেকদিন ধরেই ট্রায়ালের জন্য অধীর অপেক্ষায় ছিল টেলিকম সংস্থাগুলি। অবশেষে কেন্দ্রীয় টেলিকমিনিউকেশন সংস্থা (DOT) দেশের কয়েকটি টেলিকম সংস্থা যেমন- ভোডাফোন, এয়ারটেল এবং জিও ; এই তিনটি সংস্থাকে 5G সার্ভিস ট্রায়ালের অনুমতি দিয়েছে। আগামী ৬ মাসের জন্য দেশের ১৩টি জায়গায় 800 মেগাহার্টজ, 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ এবং 2500 মেগাহার্টজ পরীক্ষা-নিরীক্ষা ব্যবহারের অনুমতি দিয়েছে।
- Related topics -
- দেশ
- টেকনোলজি
- বিজ্ঞান ও প্রযুক্তি