Doomsday Plane | ইরান-ইজরায়েল সংঘর্ষের আবহে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প? আমেরিকায় নামলো “ডুমসডে প্লেন”!

Thursday, June 19 2025, 2:47 pm
Doomsday Plane | ইরান-ইজরায়েল সংঘর্ষের আবহে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প? আমেরিকায় নামলো “ডুমসডে প্লেন”!
highlightKey Highlights

আমেরিকার আকাশে দেখা গেল “ডুমসডে প্লেন” (doomsday প্লেন)। ৯/১১ এর টুইন টাওয়ার হামলার পর শেষবারের মতো এই বিমান অবতরণ করেছিল।


ইরান ইজরায়েলের সংঘর্ষ ক্রমশ চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বে। এর মধ্যে নাক গলাচ্ছে আমেরিকা। এই আবহে আমেরিকার আকাশে দেখা গেল “ডুমসডে প্লেন” (doomsday plane)। ৯/১১ এর টুইন টাওয়ার হামলার পর শেষবারের মতো এই বিমান অবতরণ করেছিল। কিন্তু বৃহস্পতিবার ওয়াশিংটন নিকটবর্তী বায়ু সেনাঘাঁটিতে অবতরণ করেছে “ডুমসডে প্লেন”। তাহলে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকাও? এই বোয়িং ই ৪বি বা ‘ডুমসডে প্লেন’ তৈরির পিছনে উদ্দেশ্যই ছিল পারমাণবিক যুদ্ধের সময় এটিকে ফ্লাইং কমান্ড সেন্টারে রূপান্তর করা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File