Donald Trump | ফের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কবোমা, এবার ভুগবে ৭ দেশ, তালিকায় রয়েছে ভারতও?

Thursday, July 10 2025, 3:45 am
highlightKey Highlights

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী মাসের শুরু থেকেই অতিরিক্ত শুল্কহার চাপানো হবে সাত দেশের উপর।


বুধবার ট্রাম্প জানান ৭ দেশের ওপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছেন তিনি। এই তালিকায় রয়েছে আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলডোভা, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স। লিবিয়া ও শ্রীলঙ্কার পণ্যের উপর ৩০ শতাংশ, ব্রুনেই এবং মলডোভার উপর ২৫ শতাংশ, ফিলিপিন্সের উপর ২০ শতাংশ কর চাপানো হয়েছে। এদিকে ব্রিকসকে ‘আমেরিকাবিরোধী’ বলে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিকসের সদস্য দেশগুলিতে অতিরিক্ত কর চাপানোর হুমকিও দিয়েছেন তিনি। ভারত ব্রিকসের সদস্য। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতের ওপরেও কি আঘাত হানবে ট্রাম্প'?




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File