Thailand Cambodia Conflict | ব্যর্থ ট্রাম্পের হুঁশিয়ারি, ফের সংঘর্ষে থাইল্যান্ড-কম্বোডিয়া

Sunday, July 27 2025, 5:18 am
Thailand Cambodia Conflict | ব্যর্থ ট্রাম্পের হুঁশিয়ারি, ফের সংঘর্ষে থাইল্যান্ড-কম্বোডিয়া
highlightKey Highlights

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা থামাতে এবার ময়দানে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর 'বাণিজ্য হুঁশিয়ারির' পরই অবশ্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেল দুই দেশের সংঘাত।


গতকাল থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধবিরতিতে বসতে রাজি হওয়ার পরই নাটকীয় মোড়। দুদেশের উত্তেজনা কমাতে কূটনীতির মাধ্যমে শান্তি চুক্তির মধ্যস্থতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই অবশ্য নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল দুই দেশের মধ্যে। রবিবার ভোরে থাইল্যান্ডের সুরিন প্রদেশের 'তা কোয়াই' মন্দিরের কাছে থাই বাহিনীর উপর গুলি চালিয়েছে কম্বোডিয়ার সেনারা। শনিবার কম্বোডিয়ার কর্মকর্তারা নতুন করে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইল্যান্ডে মোট নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File