Trump Tariff | কানাডার ওপর ৩৫% শুল্কের খাঁড়া, প্রতিশোধের কথা ভাবলে বাড়বে পরিমান !- হুঁশিয়ারি ট্রাম্পের
Friday, July 11 2025, 5:12 am

কানাডার উপর ভারী মাত্রায় শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার কানাডার ওপর ভারী শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে চিঠি পাঠিয়ে ট্রাম্প লিখলেন, ‘আমেরিকার সঙ্গে কাজ করার পরিবর্তে, কানাডা নিজস্ব শুল্ক বসিয়ে প্রতিশোধ নিয়েছে। ১ আগস্ট, ২০২৫ থেকে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত ক্যানাডিয়ান পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করব, যা সমস্ত সেক্টরাল শুল্ক থেকে আলাদা।’ ট্রাম্পের হুঁশিয়ারি, কানাডা আবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরো বাড়ানো হবে শুল্কের পরিমান! ইতিমধ্যেই ২২টি দেশের ট্রাম্পের শুল্ক চিঠি পৌঁছেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- কানাডা
- শুল্ক
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump
- ট্রাম্প
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য
- মার্কিন প্রেসিডেন্ট