Donald Trump | ভারতে অ্যাপেল উৎপাদন হোক চান না ট্রাম্প! 'ভারত নিজেদের দিকটা নিজেরা দেখে নেবে'-টিম কুককে বার্তা!
Thursday, May 15 2025, 11:26 am
Key Highlightsট্রাম্পের সাফ বক্তব্য, চিনে যতখুশি পণ্য উৎপাদন করুন অ্যাপেল। কিন্তু ভারতে করা যাবে না। ট্রাম্পের কথায়, ভারত নিজেদের দিকটা নিজেরা দেখে নেবে।
ভারতে অ্যাপেল উৎপাদন করুক এমনটা চান না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প! দোহায় অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সাফ বক্তব্য, চিনে যতখুশি পণ্য উৎপাদন করুন অ্যাপেল। কিন্তু ভারতে করা যাবে না। ট্রাম্পের কথায়, ভারত নিজেদের দিকটা নিজেরা দেখে নেবে। শোনা যাচ্ছিলো, ভারতে নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে উদ্যোগী অ্যাপেল। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট অ্যাপেল সিইওকে বলেন, "তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো। কিন্তু ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন।”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- অ্যাপল
- ভারত

