ঊর্ধ্বমুখী ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম, কলকাতায় মূল্য ৮৪৫.৫০ টাকা

Monday, March 1 2021, 4:35 am
highlightKey Highlights

ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। এ নিয়ে একমাসের মধ্যে চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা। ২৫ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। কখনও কাউকে ওটিপি দেবেন না, ব্যাঙ্ক প্রতারণা রুখতে বার্তা কলকাতা পুলিশের জোট নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা সিদ্দিকির। এর আগে ২৫ ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম আটশোর গণ্ডি পেরিয়ে দাঁড়ায় ৮২০ টাকা ৫০ পয়সা। এ নিয়ে একমাসের মধ্যে চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File