Midnapore Medical College Super | পূর্ণ নয় আংশিক কর্মবিরতির পথে মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকেরা

Saturday, January 18 2025, 4:26 am
Midnapore Medical College Super | পূর্ণ নয় আংশিক কর্মবিরতির পথে মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকেরা
highlightKey Highlights

‘চিকিৎসকদের গাফিলতি নেই, প্রসূতি মৃত্যুর জন্য নির্দিষ্ট কোম্পানির স্যালাইন দায়ী’, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। ‘মানবিকতার’ কারণে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন না তাঁরা।


স্যালাইন কাণ্ডে গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিকেলের ১২ জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। ‘চিকিৎসকদের গাফিলতি নেই, প্রসূতি মৃত্যুর জন্য নির্দিষ্ট কোম্পানির স্যালাইন দায়ী’, দাবিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি ডাক দিয়েছিলেন। তবে শুক্রবার বৈঠক শেষে চিকিৎসকেরা জানালেন  ‘মানবিকতার’ কারণে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন না তাঁরা। তবে ভবিষ্যতে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটার হুমকি দিয়েছে তাঁরা। জুনিয়র ডাক্তাররা বলেন, সিআইডির মুখোমুখি হওয়ার আগেই শাস্তি দিয়ে দেওয়া হলো, যা অত্যন্ত দুঃখজনক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File