R G Kar | 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতি আছে, নির্যাতিতার বিচার তাহলে লক্ষ্য নয়?' চন্দ্রিমার মন্তব্যের পর আরও জোরালো আন্দোলন

Wednesday, September 11 2024, 2:15 pm
R G Kar | 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতি আছে, নির্যাতিতার বিচার তাহলে লক্ষ্য নয়?' চন্দ্রিমার মন্তব্যের পর আরও জোরালো আন্দোলন
highlightKey Highlights

সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য সরকারের মন্তব্য জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।


সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য সরকারের মন্তব্য জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার বক্তব্য 'মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কাছে মেল এসেছে রাত ৩ টে ৪৯ মিনিটে। কখনও এরকম সময় মেল আসে? সেটা স্বাভাবিক? তার মানে এর পিছনে রাজনীতি আছে? জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতি যুক্ত আছে। তারা নির্যাতিতার বিচার চান না। আরজি করের তরুণী চিকিৎসকের বিচার তাহলে লক্ষ্য নয়? রাজনৈতিক বিষয় আছে? এদিকে জুনিয়র ডাক্তাররা সাফ জানিয়েছে, তাদের এই আন্দোলনের সঙ্গে রাজনীতির যোগ নেই এবং তাদের আন্দোলন চলতে থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File