North Bengal Medical College । টাকার বিনিময়ে টুকলি থেকে নম্বর বাড়ানোর অভিযোগ, আন্দলোনকারীদের চাপে পড়ে ফাঁস ডিনের
টাকার বিনিময়ে টুকলি, চিকিৎসকদের বদলির হুমকি থেকে শুরু করে একের পর এক থ্রেটের অভিযোগ অভীক দে গোষ্ঠীর বিরুদ্ধে।
আরজি কর কাণ্ডের পর একের পর দুর্নীতি,অভিযোগের খবর উঠে আসছে। 'তিলোত্তমা'র বিচারের দাবি ছাড়াও এই সকল দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। টাকার বিনিময়ে টুকলি, চিকিৎসকদের বদলির হুমকি থেকে শুরু করে একের পর এক থ্রেটের অভিযোগ অভীক দে গোষ্ঠীর বিরুদ্ধে। অভীকের বিরুদ্ধে শুধু জুনিয়র চিকিৎসকরা নয়, পাশাপাশি ডিপার্টমেন্টাল হেডরা এসেও উপস্থিত হয়েছেন। তাঁদের অভিযোগ, বিশেষ একজন ছাত্র নেতার নম্বর সাদা কালি দিয়ে মুছে বাড়িয়ে দেওয়া হয়েছিল।
- Related topics -
- ক্রাইম
- দুর্নীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ