Netaji Subhas Chandra Bose | জানেন কীভাবে সুভাষ চন্দ্র বসুর নামের সঙ্গে যুক্ত হল 'নেতাজি'?

Thursday, January 23 2025, 9:10 am
highlightKey Highlights

২৩সে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী।


২৩সে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী। কিন্তু কীভাবে সুভাষ চন্দ্র বসুর নামের সঙ্গে যুক্ত হল 'নেতাজি'? দেশকে স্বাধীন করতে ১৯৪১ সালে দেশ ছেড়ে ব্রিটিশ বিরোধী শক্তিধর দেশের সঙ্গে হাত মেলান তরুণ নেতা সুভাষ। বার্লিনের পূর্ব পরিচিত দুই যুবসমাজ এবং ভারতীয় ছাত্রদের নিয়ে তৈরি হল ভলিন্টিয়ারি গ্রুপ, ইণ্ডিয়ান ন্যাশানাল আর্মি। সুভাষের কথা, দেশপ্রেম, উৎসাহিত ও অনুপ্রাণিত করার ধরণ সবকিছুর জন্য খুব অল্প সময়ে সে দলের সেনাদের কাছে ‘নেতাজি’হয়ে ওঠেন সুভাষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File