ক্রাইম

শিবপুর-কাণ্ডে টাকা উদ্ধারের পরিমাণ বেড়ে ২০০ কোটি! তদন্তে নামছে এবার ইডিও

শিবপুর-কাণ্ডে টাকা উদ্ধারের পরিমাণ বেড়ে ২০০ কোটি! তদন্তে নামছে এবার ইডিও
Key Highlights

আগেই ১৩৪ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছিল! আর এর মধ্যেই আরও ৭৩ কোটির হদিশ তদন্তকারীদের কাছে। সব মিলিয়ে টাকার অঙ্কের হিসাব ছাড়িয়ে হল ২০৭ কোটি টাকা।

 একেবারে উত্তাল হল রাজ্য-রাজনীতি। তদন্তকারীরা মনে করছেন, এখানেই শেষ নয়! শিবপুর-কাণ্ডে আরও কোটি টাকার খোঁজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ফলে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের ঘটনায় রীতিমত যখের ধনের হদিশ বলছেন আধিকারিকরা। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় এবার তদন্তে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

২০০ কোটি ছাড়িয়ে গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই হাওড়ার শিবপুরের পান্ডে ব্রাদার্সের বাড়িতে, গ্যারেজ সহ একাধিক যায়গাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থের খোঁজ পান তদন্তকারীরা। দীর্ঘ তল্লাশিতে ১৩৪ কোটি টাকার খোঁজ পান আধিকারিকরা। এরপর আরও গভীরে গিয়ে তদন্ত করেন আধিকারিকরা। সেখানে একাধিক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। যদিও সেই সমস্ত অ্যাকাউন্ট বর্তমানে ইন-অ্যাকটিভ। কিন্ত্য সেখানে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের খোঁজ পান আধিকারিকরা। আর তা ৭৩ কোটি টাকা। সব মিলিয়ে টাকার অঙ্কের পরিমাণ ২০০ কোটি ছাড়িয়ে গিয়েছে।

বড়সড় সাফল্য কলকাতা পুলিশের কাছে।

এই অবস্থায় এত টাকা উদ্ধারে রীতিমত তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিপুল পরিমাণ এই টাকা কোথা থেকে আসল সেটাই খতিয়ে দেখছেন আধিকারিকরা। এমনকি একের পর এক অ্যাকাউন্ট কেন বন্ধ করা হল? সেটিও দেখছেন আধিকারিকরা। তবে জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই ইনকাম ট্যাক্স হানা দেয় পান্ডে ব্রাদার্সের একাধিক অফিসে। সেখানে একাধিক নথি সহ বেশ কিছু বাজেয়াপ্ত করা হয়। আর এরপরেই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যায়। বিদেশ থেকেও পুরো বিষয়টি চালানো হত বলেও মনে করা হচ্ছে। তবে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের ঘটনা বড়সড় সাফল্য কলকাতা পুলিশের কাছে।


Smriti Mandhana | বাবার অসুস্থতায় স্থগিত বিয়ে, এরই মধ্যে পলাশকে নিয়ে বড় সিদ্ধান্ত স্মৃতির!
IND-AF | ৫ বছরের জন্য কর মুকুব! ভারতীয়দের বিনোয়োগের আহ্বান আফগানিস্তানের!
SSC | ভুল তথ‍্য দিয়ে চাকরি বাগানোর চেষ্টা! SSC-তে বাতিল ১৫০ জনের আবেদনপত্র!
Rajnath Singh | ভারতের অধীনে আসতে পারে পাকিস্তানের সিন্ধু প্রদেশ!- ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
Bihar | মাতৃদুগ্ধে মিশছে বিষাক্ত ইউরেনিয়াম! বিপদে বিহারের শিশুরা, কী বলছে সমীক্ষা?
Ind vs SA | চোটের জন্যে নেই গিল-শ্রেয়স, ব্রাত্য সিরাজ-বুমরাহও! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন কারা কারা?
Rafale Losses | ‘মাত্রাতিরিক্ত ভুল তথ্য’- ভারত-পাক সংঘর্ষ নিয়ে পাকিস্তানকে তুলোধোনা ফরাসি নৌসেনার