Vikram Bhatt | ৩০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তার পরিচালক বিক্রম ভাট!
Sunday, December 7 2025, 3:54 pm
Key Highlightsমুম্বইয়ের ইয়ারি রোড থেকে গ্রেপ্তারির পর বান্দ্রা আদালতে তোলা হয় তাঁকে। ট্রানজিট রিমান্ডে উদয়পুরে নিয়ে যাওয়ার কথা পরিচালককে।
৩০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে শ্যালিকার বাড়ি থেকে গ্রেপ্তার পরিচালক বিক্রম ভাট। ইন্দিরা আইভিএফ এর প্রতিষ্ঠাতা আইভিএফ চিকিৎসক অজয় মুর্দিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে পরিচালককে। অভিযোগ, গত বছর অজয়বাবু তাঁর প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার ইচ্ছেপ্রকাশ করেন। মুম্বইয়ের একটি স্টুডিওতে পরিচালক বিক্রম ভাট সহ তাঁর গোটা টিমের সঙ্গে বৈঠক করেন চিকিৎসক। অজয়বাবুর অভিযোগ, পরিচালক আশ্বাস দিয়েছিলেন, ৩০ কোটি টাকা বিনিয়োগ করে ২০০ কোটি টাকা ফেরত পাবেন। একটি টাকাও ফেরত পাননি তিনি।
- Related topics -
- বিনোদন
- গ্রেফতার
- পরিচালক
- আর্থিক প্রতারণা
- কালো টাকা
- মুম্বাই
- মুম্বাই পুলিশ

