Dilip Ghosh | দলবদল করবেন ‘ডাকাবুকো’ দিলীপ? ২১শে জুলাইয়ের মঞ্চে কী ‘চমক’ দিতে চলেছেন জানালেন দিলীপ ঘোষ

Saturday, July 19 2025, 3:03 pm
highlightKey Highlights

শনিবার দিল্লি থেকে ফিরে অবশ্য ২১ জুলাইয়ে আদতে তিনি কী ‘চমক’ দিতে চলেছেন, তা স্পষ্ট করলেন দিলীপ।


দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার দিন রাজ্যে ছিলেন না দিলীপ ঘোষ। তারপর থেকেই গুঞ্জন উঠেছিল দলবদল করতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যদিও সব গুঞ্জন উড়িয়েছেন দিলীপবাবু। জানিয়েছেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে শুক্রবার গিয়েছিলেন দিল্লিতে। ফেরার পথে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, ‘২১ তারিখ খড়্গপুরে একটি বড় সভা করার কথা রয়েছে। বাংলায় যে সব বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সভা হবে। ওই দিনে খড়্গপুরে থাকব।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File