Dilip Ghosh | দিল্লি যাওয়ার পথে সল্টলেকে বিজেপি দফতরে ঢুঁ দিলীপ ঘোষের, কী বললেন প্রাক্তন রাজ্য সভাপতি?
Wednesday, July 9 2025, 5:32 am
Key Highlightsবুধবার দিল্লির পথে দিলীপ। কেন্দ্রীয় নেতৃত্বের তলব। সেখানেই নির্ধারিত হবে প্রাক্তনের ভবিষ্যৎ৷
ওপরমহলের তলবে আজ বুধবার দিল্লি রওনা হচ্ছেন দিলীপ ঘোষ। আজকের আলোচনার ওপরেই নির্ভর করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দলীয় ভবিষ্যৎ। সম্ভবত ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্ব পেতে পারেন দিলীপ। দিল্লি রওনা হওয়ার আগে সল্টলেকে বিজেপি দফতরে পৌঁছে তিনি বললেন, ‘‘২০১৯ এর নির্বাচনের আগের উন্মাদনা কর্মীদের মধ্যে ফিরিয়ে আনতে হবে! ২৬ এর ভোট পর্যন্ত জিইয়ে রাখতে হবে সেই জোশ। নতুন সভাপতি যখন যে জেলায় যাবেন, একেবারে অন্য জেলার সঙ্গে টক্কর দিয়ে তাকে সমর্থন জানাতে হবে। শমীক ভট্টাচার্য জিন্দাবাদ।’’

