আন্তর্জাতিক

Kashmir Chinar Tree | তৈরী হচ্ছে গাছের ডিজিটাল আধার কার্ড! চিনার বৃক্ষ বাঁচাতে উদ্যোগী কাশ্মীর

Kashmir Chinar Tree | তৈরী হচ্ছে গাছের ডিজিটাল আধার কার্ড! চিনার বৃক্ষ বাঁচাতে উদ্যোগী কাশ্মীর
Key Highlights

ভূস্বর্গের অন্যতম আকর্ষণ হল চিনার গাছ। কিন্তু নগরায়নের জেরে বিপন্ন হতে বসেছে কাশ্মীরের এই বিখ্যাত গাছ। তাই চিনার গাছ রক্ষা করতে এবার ডিজিটাল ট্রি আধার শুরু করবে তারা। প্রত্যেকটি চিনার গাছের খুঁটিনাটি তথ্য থাকবে সরকারের কাছে।

ভূস্বর্গ কাশ্মীরের যেদিকে তাকান চোখে পড়বে সারিসারি চিনার গাছ। সম্প্রতি নগরায়নের জেরে ৪২ হাজার থেকে কমে ৩৪ হাজারে পৌঁছেছে এই গাছ। ঐতিহ্যবাহী এই গাছ রক্ষা করতে নয়া উদ্যোগ নিলো জম্মু কাশ্মীর সরকার। এবার ডিজিটাল ট্রি আধার শুরু করবে তারা। চিনার গাছ নিয়ে ডেটাবেস সংগ্রহ করে জিও ট্যাগ দেওয়া হবে প্রত্যেকটি গাছকে। আধার কার্ডের মতোই প্রত্যেকটি গাছে স্বতন্ত্র কিউআর কোডের ডিজিটাল প্লেট থাকবে। কোড স্ক্যান করলেই গাছটির সম্পর্কে সকল তথ্য মিলবে।