Digha Rath Yatra | জ্বর সেরেছে, খুলেছে মন্দিরের দরজা, নবরূপে দর্শন দিলেন দিঘার জগন্নাথদেব, ৫৬ ভোগের আয়োজনে মত্ত ভক্তরা

Thursday, June 26 2025, 5:03 am
Digha Rath Yatra | জ্বর সেরেছে, খুলেছে মন্দিরের দরজা, নবরূপে দর্শন দিলেন দিঘার জগন্নাথদেব, ৫৬ ভোগের আয়োজনে মত্ত ভক্তরা
highlightKey Highlights

‘অনসর পর্ব’ কাটিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ছ’টায় জগন্নাথের গর্ভগৃহের দরজা খোলা হয়। এদিন নবসাজে দেখা দেন প্রভু জগন্নাথ।


প্রথা অনুযায়ী, স্নানযাত্রার পরেই জ্বর হয় জগন্নাথদেবের। ১৫ দিনের ‘অনসরে’ থাকেন তিনি। এই কদিন বন্ধ থাকে মূল মন্দিরের দরজা। ১৫দিন পর বৃহস্পতিবার ভোর সাড়ে ছ’টায় দিঘার জগন্নাথদেবের গর্ভগৃহের দরজা খোলা হলো। নবরূপে ভক্তদের দর্শন দিলেন প্রভু। ইতিমধ্যেই প্রভুর মধ্যাহ্নভোজের জন্যে ৫৬ ভোগের আয়োজন শুরু করেছেন ভক্তরা। ৫৬ ভোগে থাকবে বিভিন্ন ধরনের ভাজা, খিচুড়ি, ডাল, সুক্তো, মোচা দিয়ে তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট সহ একাধিক পদ। সেই সঙ্গে থাকবে বাংলার বিভিন্ন প্রান্তের বিখ্যাত মিষ্টি এবং পায়েসও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File