Digha Temple | অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন! মুখ্যমন্ত্রীর নির্দেশে দিঘায় বাড়তি সতর্ক প্রশাসন

অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন। অতিথি অ্যাপায়ণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামনের অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন এবং প্রাণপ্রতিষ্ঠা। বুধবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানালেন, মহাকুম্ভের দুর্ঘটনাগুলির পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ৩০ এপ্রিল সকাল ১১টায় প্রাণপ্রতিষ্ঠা। অতিরিক্ত জনসমাগম এড়াতে ব্লকে ব্লকে এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে। যজ্ঞের জায়গায় থাকছে কড়া পাহারা। থাকছে ওপেন টেন্ট। প্রতি টেন্টের সামনে থাকবে দমকল এবং দমকলের বাইক রাখা হবে। থাকছে হেলথ ক্যাম্প, অ্যাম্বুল্যান্স এবং ওয়াচ টাওয়ারও।