এই গ্রীষ্মে রোজ খান আম, বলছেন পুষ্টিবিদেরা। কিন্তু কেন? চলুন জানি..

Tuesday, April 6 2021, 8:03 am
highlightKey Highlights

আম প্রায় সকলেরই পছন্দের আর আম খাননা এমন মানুষ মেলা দায়। আমে আছে প্রচুর পরিমানে ফাইবার, পেকটিন, ভিটামিন সি যা কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে। কোলন, স্তন , প্রস্টেট, লিউকেমিয়া প্রভৃতি ক্যানসার থেকে আমাদের রক্ষা করে আমে থাকা অ্যান্টি অক্সিডেন্টস উপাদান। অন্ধত্ব দূর করে, দৃষ্টিশক্তি শক্তিশালী করে এবং শুষ্ক চোখের সমস্যা প্রতিরোধ করে; এতে আছে প্রচুর পরিমানে ভিটামিন। রক্তে ডায়াবিটিস নিয়ন্ত্রণ থাকে; হজমের সমস্যা দূর করে, হজমশক্তি বাড়ায়; অতিরিক্ত গরমের হিট স্ট্রোক হওয়া থেকে বাঁচায়। পুষ্টিবিদেরা গরমকালে সকলকে প্রত্যেকদিন নিয়ম করে আম খাওয়ার পরামর্শ দিচ্ছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File