খেলাধুলা

Didier Deschamps | ২০২৬ এর বিশ্বকাপের পর আর ফ্রান্সের কোচ থগকবেন না দিদিয়ের! পদত্যাগ ঘোষণা করলেন দেশঁর

Didier Deschamps | ২০২৬ এর বিশ্বকাপের পর আর ফ্রান্সের কোচ থগকবেন না দিদিয়ের! পদত্যাগ ঘোষণা করলেন দেশঁর
Key Highlights

২০২৬ সালের বিশ্বকাপের পর তিনি ফ্রান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দিলেন।

ফ্রান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দিদিয়ের দেশঁ। ২০২৬ সালের বিশ্বকাপের পর তিনি ফ্রান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দিলেন। ২০২৬ সালেই ফ্রান্সের ফুটবল দলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে দিদিয়ের। এরপর আর সেই চুক্তি নবীকরণ করবেন না বলে জানান তিনি। দিদিয়ের দেশঁ ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান। এরপর ২০১২ সালে লরেন্ট ব্লাঙ্কের জায়গায় তিনি কোচ হিসেবে আসেন। তাঁর অধীনে ফরাসি দল ২০১৮ সালে বিশ্বকাপ জয় করে। ২০২১ সালে নেশনস লিগ জেতে ফ্রান্স।