Durand Cup | ডার্বি জয়ের পরেই হোঁচট, ২-১ গোলে ছিটকে গেলো ইস্টবেঙ্গল! প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই ফাইনালে ডায়মন্ড হারবার!

Wednesday, August 20 2025, 4:03 pm
highlightKey Highlights

বাংলার ফুটবল জগতে একটা প্রবাদ প্রচলিত রয়েছে, ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচেই। এবার সেই কথাই সত্যি প্রমাণিত করল ইস্টবেঙ্গল।


বাংলার ফুটবল জগতে একটা প্রবাদ প্রচলিত রয়েছে, ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচেই। এবার সেই কথাই সত্যি প্রমাণিত করল ইস্টবেঙ্গল।  বুধবার যুবভারতীতে ডুরান্ডের সেমিফাইনালে ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারাল কলকাতার নতুন দল ডায়মন্ড হারবার এফসি। প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই ফাইনালে প্রবেশ করল ডায়মন্ড হারবার এফসি। গোলগুলি করেন মিকেল ও জবি। উল্লেখ্য, একটা সময় ইস্টবেঙ্গলে খেলতেন জবি জাস্টিন। সেই ‘ঘরের ছেলে’র জয়সূচক গোলেই কুপোকাত ইস্টবেঙ্গল। অন্যদিকে, লাল হলুদ শিবিরের হয়ে একটি গোল করেন আনোয়ার আলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File