ডায়ালিসিস৪ ঘন্টা ডায়ালিসিসের পর সোজা অফিসে ! শুনতে অদ্ভুত লাগলেও সত্যি
ডায়ালিসিস হল কিডনির রোগ সারানোর একটি চিকিৎসা। কিডনি শরীরে তৈরি হওয়া নানা টক্সিক, দূষিত পদার্থকে রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বার করে দেয়। ক্রনিক কিডনির অসুখ থাকলে সপ্তাহে নিয়ম করে ৩ দিন ডায়ালিসিস বাধ্যতামূলক। ডায়ালিসিস করলে রোগী সুস্থ অনুভব করেন। এবার জানা গেল ৬৪ বছরের এক মহিলা সপ্তাহে ৩ দিন ৩-৪ ঘন্টা ধরে ডায়ালিসিস করিয়ে বাস-ট্রাম করে গিয়ে অফিসে কাজ করেন এবং বাড়ি ফিরে আসেন। তবে ডায়ালিসিসের কারণে অনেক সময় হাত পায়ের পেশিতে টান ধরা, বমি, কোমরে ব্যথা হয়; সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।