মা হলেন দিয়া মির্জা, জন্ম দিলেন মিরাকেল বেবির! কিন্তু সন্তান এখনও NICU-তে

Thursday, July 15 2021, 4:28 am
মা হলেন দিয়া মির্জা, জন্ম দিলেন মিরাকেল বেবির! কিন্তু সন্তান এখনও NICU-তে
highlightKey Highlights

সোশ্যাল মিডিয়ায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে ভক্ত ও অনুগামীদের উদ্দেশ্যে টুইট করে সুখবর দিলেন বলিউড অভিনেত্রী তথা ভারতীয় মডেল দিয়া মির্জা। মুম্বাইয়ের এক ব্যবসায়ী বৈভব রেখির সাথে তিনি কয়েক মাস আগেই গাঁটছড়া বাঁধেন। গর্ভাবস্থাকালীন দিয়ার শরীরে প্রাণঘাতী জটিলতা তৈরি হওয়ায় মারাত্মক ব্যাক্টেরিয়া সংক্রমণের ফলে সেপসিস-র সমস্যা হয়েছিল তাঁর। গত ১৪ই মে সি-সেক্শনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু প্রি-ম্যাচিউর শিশু হওয়ায় ২ মাস ধরে তাকে নিওনেটাল আইসিইউ-তে রাখা হয়েছে। তাঁরা তাঁদের পুত্র সন্তানের নাম দিয়েছেন আভায়ন আজাদ রেখি। তাঁদের প্রতি যত্ন নেওয়া চিকিৎসক-নার্সদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File