Dhanteras 2025 | ধনত্রয়োদশী তিথি শুরু হচ্ছে কখন? কটায় দেবেন পুজো? কেনাকাটার শুভক্ষণই বা কখন? জেনে নিন
Friday, October 17 2025, 5:23 am
Key Highlights২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবে, যার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হতে পারে।
২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবে। ত্রয়োদশী তিথি শুরু: ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার, দুপুর ১২টা ১৮ মিনিট থেকে। ত্রয়োদশী তিথি সমাপ্ত: ১৯ অক্টোবর, ২০২৫, রবিবার, দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত। ধনতেরাস পুজো মুহূর্ত (সাধারণ): ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল: ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। বৃষভ কাল (স্থির লগ্ন): ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত। বৃষভ কাল এবং লাভ যোগে কেনাকাটা করা সবচেয়ে শুভ।
- Related topics -
- পুজো ও উৎসব
- ধনতেরাস
- দীপাবলি
- পশ্চিমবঙ্গ
- ভারত

