Dhanteras 2025 | ধনত্রয়োদশী তিথি শুরু হচ্ছে কখন? কটায় দেবেন পুজো? কেনাকাটার শুভক্ষণই বা কখন? জেনে নিন
Friday, October 17 2025, 5:23 am

২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবে, যার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হতে পারে।
২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবে। ত্রয়োদশী তিথি শুরু: ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার, দুপুর ১২টা ১৮ মিনিট থেকে। ত্রয়োদশী তিথি সমাপ্ত: ১৯ অক্টোবর, ২০২৫, রবিবার, দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত। ধনতেরাস পুজো মুহূর্ত (সাধারণ): ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল: ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। বৃষভ কাল (স্থির লগ্ন): ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত। বৃষভ কাল এবং লাভ যোগে কেনাকাটা করা সবচেয়ে শুভ।
- Related topics -
- পুজো ও উৎসব
- ধনতেরাস
- দীপাবলি
- পশ্চিমবঙ্গ
- ভারত