Bangladesh National Anthem | রবীন্দ্রনাথে আপত্তি, স্থান খোয়াবে ‘আমার সোনার বাংলা’? জাতীয় সংগীত বদল করার দাবি বাংলাদেশে

Friday, September 6 2024, 11:02 am
highlightKey Highlights

গত বুধবার বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি দাবি তোলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়।


জাতীয় সংগীত হিসেবে আর শোনা যাবে না ‘আমার সোনার বাংলা’? বাংলাদেশে জাতীয় সংগীত বদলে দেওয়ার দাবিতে সোচ্চার ঢাকা। এবিষয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নীরবতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বুধবার বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি দাবি তোলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়। তাঁর লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে কেন? পাশাপাশি গানটি ইসলামিক ভাবধারাতেও রচিত নয়। তবে এই ঘটনার বিরোধিতাও করছেন অনেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File