Air India | অডিটে রয়েছে ৫১টি ত্রুটি, এয়ার ইন্ডিয়াকে সময়সীমা দিলো DGCA!
Wednesday, July 30 2025, 7:52 am

দেশের সবচেয়ে বড় এই বিমান সংস্থার অডিটে ধরা পড়ল যাত্রীসুরক্ষায় ৫১টি ত্রুটি।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৫০র বেশি মানুষের, কিন্তু তার পরও হুঁশ নেই এয়ার ইন্ডিয়ার। দেশের সবচেয়ে বড় এই বিমান সংস্থার অডিটে ধরা পড়ল যাত্রীসুরক্ষায় ৫১টি ত্রুটি। যার মধ্যে ৭টি ত্রুটি লেভেল ১ অর্থাৎ গুরুতর বলে জানা গিয়েছে। এদিকে এই সমস্ত ত্রুটি সংশোধন করতে এয়ার ইন্ডিয়াকে চূড়ান্ত সময়সীমা দিয়েছে দেশের বিমান নিয়ন্ত্রণ সংস্থা DGCA। জানা গিয়েছে,এয়ার ইন্ডিয়াকে যাত্রীসুরক্ষায় গুরুতর ৭টি ত্রুটি সংশোধন করতে ৩০ জুলাই পর্যন্ত এবং বাকি ৪৪টি ত্রুটি সংশোধনের জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে DGCA।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান
- এয়ার ইন্ডিয়া