রাজ্য

জেলা প্রশাসনের তরফে দেওয়া, পিতলের কমণ্ডলুতে মকর সংক্রান্তির ই-স্নান সেরেছেন বহু পুণ্যার্থী

জেলা প্রশাসনের তরফে দেওয়া, পিতলের কমণ্ডলুতে মকর সংক্রান্তির ই-স্নান সেরেছেন বহু পুণ্যার্থী
Key Highlights

আউট্রাম ঘাট সংলগ্ন বঙ্গবাসী ময়দানে বৃহস্পতিবার ভোর থেকে মকর সংক্রান্তির ই-স্নান করলেন পুণ্যার্থীরা। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীরা বুধবার রাত থেকেই স্নান শুরু করে দিয়েছিলেন। বঙ্গবাসী ময়দানে মহিলা ও পুরুষদের জন্য নির্মিত ই-স্নানাগারে এ দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় হাজার দেড়েক পুণ্যার্থী স্নান করেছেন বলে দাবি জেলা প্রশাসনের। তাঁদের অনেকে স্নান সেরে বঙ্গবাসী ময়দান থেকে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা হন। জেলার এক প্রশাসনিক কর্তা বলেন, ‘‘শুধু ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীরা নন, কলকাতা এবং আশপাশের জেলা থেকে এসে অনেকেই বঙ্গবাসী ময়দানের ই-স্নানাগারে মকর সংক্রান্তির স্নান করেছেন।