Banke Bihari Temple । 'চরণামৃত' ভেবে ACর জল খেলেন ভক্তরা! বাঁকে বিহারী মন্দিরের ঘটনায় হাসির রোল সোশালে
Monday, November 4 2024, 2:26 pm
Key Highlightsমথুরার বাঁকে বিহারী মন্দিরে এসির জলকে চরণামৃত ভেবে পান করলেন ভক্তরা।
উত্তরপ্রদেশের মথুরার বাঁকে বিহারী মন্দিরের নাম জগৎ জোড়া। সদ্য, মন্দিরের অন্দরের একটা ঘটনার ভিডিয়ো পোস্ট করেন এক ভক্ত। তাতে দেখা যায়, মন্দিরের ভিতরে একটি হাতির আদলের মূর্তি থেকে টুপটাপ করে জল পড়ছে,আর সেই জলবিন্দু পান করতে হুড়োহুড়ি পড়ে ভক্তদের মধ্যে। তাঁরা ওই জলকে ‘চরণামৃত’ ভেবে বসেন। মন্দির কতৃপক্ষ অবশ্য জানান, ওই জল আসলে এসির থেকে আসা জল! যা পান করার যোগ্য নয়। এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
- Related topics -
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া
- মথুরা
- উত্তরপ্রদেশ
- মন্দির
- অন্যান্য

