Dev-Subhasree | “দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই..”! ধূমকেতু’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কেন এরম বললেন শুভশ্রী?
Monday, August 4 2025, 5:59 pm

বহু যুগ পর অতীত ভুলে পুরনো ছন্দে ফিরলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী।
বহু যুগ পর অতীত ভুলে পুরনো ছন্দে ফিরলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী। নজরুল মঞ্চে ধূমকেতু’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন তাঁরা। সেখানেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাদের প্রশ্ন করেন তাঁরা একে অপরকে তাদের প্রযোজনা সংস্থার কোনও ছবিতে কাস্ট করবেন? এর উত্তরে সুপারস্টার দেব বলেন, “আমি তো করেই দিয়েছি প্রথম দিনে।” শুভশ্রীর উদ্দেশ্যে দেব বলেন, “এবার তো ওর পালা। তাই আমি এখন গাইতে পারি কবে আইবে আমার পালা রে।” এর উত্তরে শুভশ্রী বলেন, “দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, ও মেগাস্টার।”