দেব -রুক্মিণী অভিনীত পরবর্তী ছবি 'কিশমিশ' এ থাকছে একের পর এক নানা চমক
Sunday, August 15 2021, 3:09 pm

দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চারসের প্রযোজনায় এবং রাহুল মুখোপাধ্যায়ের পরিচালিত দেব ও রুক্মিণী মৈত্রর পরবর্তী ছবি 'কিশমিশ'-এর শ্যুটিং শুরু হয়েছে গত বুধবার থেকেই। এই ছবিতে দেবকে একদিকে কমিক বুক আর্টিস্ট কৃশানুর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে রোহিণীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী। বলা যায় এই ছবিতে তিনটি সময়কালকে তুলে ধরা হবে। তাই লুক থেকে শুরু করে কথা বার্তার আদব -কায়দা সব কিছুতেই যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে অভিনেতাদের। চমক হিসাবে ছবিতে রয়েছে তিনজন প্রথম সারির ও প্রবীণ অভিনেতার উপস্থিতি। ক্যামিও চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- দেব
- রুক্মিণী মৈত্র
- কিশমিশ