Dev Diwali 2024 | এবার দেব দীপাবলিতে আলোকিত হয়ে উঠবে দেশ, এদিন দীপাবলি উদযাপন করতে পৃথিবীতে নেমে আসেন দেবতারা
প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। চলতি বছর ১৫ নভেম্বরে পালিত হবে দেব দীপাবলি।
দীপাবলির পর এবার আসছে দেব দীপাবলি! প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। এদিন ফুলের রঙ্গোলি এবং অজস্র প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় মন্দিরগুলি। বিশ্বাস করা হয়, এদিন দেবতারা দীপাবলি উদযাপন করতে পৃথিবীতে নেমে আসেন। পৌরাণিক মতে, কার্তিক পূর্ণিমার দিনে, ভগবান শিব রাক্ষস ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এরপর দেবতারা শিবের শহর কাশীতে এসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। চলতি বছর ১৫ নভেম্বরে পালিত হবে দেব দীপাবলি।
- Related topics -
- উৎসব ২০২৪
- পুজো ও উৎসব
- দীপাবলি
- দীপাবলি ২০২৪
- অন্যান্য