Zelensky | ট্রাম্প তাড়ালেও বুকে টেনেছেন ব্রিটিশ প্রধানন্ত্রী, £২.২৬ বিলিয়ন অনুদান পেয়ে খুশি জেলেনস্কি

ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পরে ব্রিটেনে পৌঁছলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তাঁকে বুকে জড়িয়ে ধরেন এবং সমর্থনের আশ্বাস দেন।
ট্রাম্পের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের পরও নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে ভোলেনি জেলেনস্কি। তবে ট্রাম্পের কাছ থেকে কোনো সাহায্য মেলেনি। সেই দুঃখ মিটিয়ে দিলো ব্রিটেন। এদিন ঝটিকা সফরে লন্ডনে পৌঁছেছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দেখা করেন তিনি। জেলেনস্কিকে বুকে জড়িয়ে ধরেন ব্রিটিশ রাষ্ট্রপ্রধান। ইউক্রেনকে ২.২৬ বিলিয়ন পাউন্ডের ঋণও দেয় ব্রিটেন। ব্রিটেন জানিয়েছে, রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে যে লাভ হয়েছিল, তা থেকে এই সাহায্য করেছেন তাঁরা।