Adani-Bangladesh | আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের দাবি উঠলো বাংলাদেশে! পাঠানো হলো নোটিসও
Wednesday, November 6 2024, 2:49 pm
Key Highlightsআদানির সঙ্গে সব চুক্তি বাতিল করার দাবি জানিয়ে বাংলাদেশের সরকারকে লিগ্যাল নোটিসও পাঠিয়েছেন এক আইনজীবী।
দিন কয়েক আগেই বাংলাদেশ বকেয়া ৮৫০ মিলিয়ন ডলার না মেটানোয় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় আদানি গোষ্ঠী। এবার বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল করার দাবি উঠেছে বাংলাদেশে। সূত্রের খবর, আদানির সঙ্গে সব চুক্তি বাতিল করার দাবি জানিয়ে বাংলাদেশের সরকারকে লিগ্যাল নোটিসও পাঠিয়েছেন এক আইনজীবী। ওই আইনজীবীর দাবি, আদানিদের সঙ্গে ওই চুক্তির পুরোটাই ‘অন্যায্য ও একতরফা’। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কাজ শুরু করা না হলে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- আদানি
- বিদ্যুৎ
- বিদ্যুৎ প্রকল্প

