পুজো ও উৎসব

Saraswati Puja | বাঙালির প্রেমদিবসে পলাশের চাহিদা তুঙ্গে, ২ হাজার ছুঁলো ফুলের দাম !

Saraswati Puja | বাঙালির প্রেমদিবসে পলাশের চাহিদা তুঙ্গে, ২ হাজার ছুঁলো ফুলের দাম !
Key Highlights

আজ কাল গোটা দুদিন বাঙালির 'প্রেমদিবস' থুড়ি সরস্বতী পুজো। গতকাল কলকাতার মল্লিকঘাট ফুল বাজারে লাল পলাশের কুঁড়ি বিকিয়েছে আগুন দামে, প্রতি কেজি ২ হাজার টাকা!

আজ কাল গোটা দুদিন বাঙালির 'প্রেমদিবস' থুড়ি সরস্বতী পুজো। প্রেম নিবেদনের সাথে ফুলের সম্পর্ক চিরকালীন। কলকাতায় কত চড়লো ফুলের দাম? গতকাল কলকাতার মল্লিকঘাট ফুল বাজারে লাল পলাশের কুঁড়ি বিকিয়েছে আগুন দামে, প্রতি কেজি ২ হাজার টাকা! অর্থাৎ মাত্র ১০০ গ্রাম পলাশকুঁড়ির ২০০ টাকা! আজ দামটা যে বাড়বে তা বলাই বাহুল্য। গতকাল লাল গাঁদার দাম ছিল ১০ টাকা/কেজি, হলুদ গাঁদা ২০ টাকা/কেজি। তবে সস্তা গোলাপ, ১০০ পিস গোলাপ মিলছে ১০০ টাকায়।