করোনার ডেল্টা প্রজাতিকে নিয়ে আতঙ্ক বাড়ছে মার্কিন মুলুকে
Tuesday, July 6 2021, 4:27 am
Key Highlightsমার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন মারণ করোনা ভাইরাসের আলফা স্ট্রেন বা ব্রিটেন স্ট্রেন (বি.১.১.৭) সংক্রমণ ঘটাচ্ছিল। কিন্তু ক্রমশ সেই জায়গা দখল করছে অতিসংক্রামক কোভিড ডেল্টা স্ট্রেন। ইতিমধ্যেই আমেরিকায় নতুন সংক্রমণের ৪০ শতাংশই ডেল্টা স্ট্রেনে আক্রান্ত। তাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিশেষ কোভিড রেসপন্স দল তৈরি করেছেন। এই দলের কাজ হল মার্কিন মুলুকের যে সব অঞ্চলে টিকাকরণের হার কম, সেখানে বাসিন্দাদের বোঝাতে দলটিকে পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতে, টিকা নেওয়া থাকলে সংক্রমণ ঠেকানো সম্ভব না হলেও বাড়াবাড়ি হওয়া থেকে আটকানো যাবে।