Delhi | রবিবাসরীয় সকালে ঘন কুয়াশার মধ্যে ঘুম ভাঙল দিল্লিবাসীর, ‘ভীষণ খারাপ’ পর্যায়ে বায়ুদূষণ
Sunday, November 2 2025, 4:52 am
Key Highlightsএদিন সকাল ৭টায় সিপিসিবির সমীর অ্যাপের হিসেব বলছে, রাজধানীর এদিনের দূষণের মাত্রা ৩৭৭।
দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থাও মাঠে মারা গিয়েছে। রবিবারের সাতসকালে ঘন কুয়াশার মধ্যে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। সিপিসিবির সমীর অ্যাপ অনুযায়ী, এদিন সকাল ৭টায় রাজধানীর দূষণের মাত্রা ৩৭৭। বেশ কিছু অঞ্চলে দূষণের মাত্রা রয়েছে চারশোর আশপাশে। উত্তর দিল্লির ওয়াজিরপুর ও দক্ষিণ দিল্লির আর কে পুরমে যথাক্রমে ৪৩২ ও ৪২৫ ছিল দূষণের মাত্রা! যাকে ঘিরে শঙ্কা বাড়ছে। সিপিসিবির রিপোর্ট বলছে, ধোঁয়াশার ঘনত্ব এবং বায়ুর গতিবেগ মৃদু হওয়ার ফলে দূষণ ফের লাফিয়ে বাড়ছে।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- দিল্লি চলো
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- বায়ুদূষণ
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- পরিবেশ দূষণ
- এয়ার কোয়ালিটি ইনডেক্স

