Delhi Weather | ৪.৯ ডিগ্রিতে নামলো দিল্লির তাপমাত্রা! শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেখানে তাপমাত্রার পারদ নামলো ৪.৯ ডিগ্রিতে। একদিনেই তাপমাত্রা নামলো প্রায় ৪ ডিগ্রি।
হাড়কাঁপানো ঠান্ডা পড়লো রাজধানী দিল্লিতে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেখানে তাপমাত্রার পারদ নামলো ৪.৯ ডিগ্রিতে। একদিনেই তাপমাত্রা নামলো প্রায় ৪ ডিগ্রি। দিল্লির পাশাপাশি প্রবল শীতে কাঁপছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে গিয়েছে। মানালির তাপমাত্রা ১.৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। কল্পার সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের চার ডিগ্রি নীচে এবং কুল্লুর সর্বনিম্ন তাপমাত্রা হল ০.৪ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার লাহুল ও স্পিতি, চাম্বা, কুল্লু, কাংড়ার মতো জেলায় তুষারপাত হতে পারে।