Delhi Pollution | "দু’দিন থাকলেই সংক্রমণ"- দিল্লি দূষণ নিয়ে নিজের সরকারকেই দূষলেন নীতিন গড়করি!

বুধবার নীতিন গড়করি বলেন, “আমি দু’দিন দিল্লিতে থাকি, তাতেই সংক্রমণ হয়।”
বুধবার বর্ষীয়ান সাংবাদিক উদয় মাহুরকরের গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। সেখানে তিনি বলেন, “আজকের দিনে জাতীয়তাবাদের সবচেয়ে বড় কাজ হল দেশের রপ্তানি বৃদ্ধি এবং আমদানি হ্রাস করা। আমি দিল্লিতে মাত্র দু’দিন থাকি এবং তারপরেই সংক্রমণ হয়। কেন দিল্লি দূষণের কবলে পড়ছে?” তিনি আরও বলেন,“মানুষ পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করতে প্রস্তুত নয়। আমরা কি বিকল্প জ্বালানি এবং জৈব জ্বালানি দিয়ে আত্মনির্ভর ভারত তৈরি করতে পারি না?”
