Delhi High Court | "দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না নাতি-নাতনিরা" - রায় দিল্লি হাইকোর্টের

বাবা-মায়ের জীবদ্দশায় দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না হিন্দু নাতি-নাতনিরা।
সম্প্রতি এক হিন্দু মহিলা দাদুর সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। তিনি দাবি করেন তাঁর বাবা এবং মাসি দুজনেই ওই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ফলে বাবার সম্পত্তিতে অধিকার রয়েছে তাঁর। যদিও এ দাবি খারিজ করেছে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘এটা জেনে রাখা প্রয়োজন যে নাতি নাতনিরা, তাদের দাদু ও ঠাকুমার নিরিখে এবং ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, প্রথম শ্রেণীর উত্তরাধিকার নন। অর্থাৎ তারা সরাসরি তাদের সন্তান নন।’
- Related topics -
- দেশ
- দিল্লি হাইকোর্ট
- দিল্লী হাইকোর্ট
- নয়াদিল্লি