Delhi Air Pollution | রাজধানী দিল্লি পরিণত হয়েছে গ্যাস চেম্বারে, বায়ুর AQI পৌঁছেছে ৩৮২-তে!
Wednesday, November 26 2025, 6:04 am
Key Highlightsবুধবার রাজধানীর বাতাসের গুণমান সূচক (AQI) ছুঁয়েছে ৩৮২, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ছে।
শীত আসতেই দূষণের মাত্রা বাড়ছে রাজধানী দিল্লিতে। বুধবার রাজধানীর বাতাসের গুণমান সূচক (AQI) ছুঁয়েছে ৩৮২। পরিবেশ বিশেষজ্ঞদের মতে যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ছে। প্রায় প্রতিদিনই ভোরবেলা ধুলোর চাদরে ঢেকে যাচ্ছে দিল্লির কর্তব্য পথ। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী সংস্থা (CAQM) GRAP 3 বা স্টেপ থ্রি কার্যকর করেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। বর্তমানে দিল্লির সরকারি এবং বেসরকারি অফিসগুলির কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলি অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে।

