দেশ

Delhi Fire | প্রায় ১২ ঘন্টা ধরে জ্বলছে আগুন! রাজধানী দিল্লির অগ্নিকান্ডে এখনও পর্যন্ত মৃত্যু ৪ জনের!

Delhi Fire | প্রায় ১২ ঘন্টা ধরে জ্বলছে আগুন! রাজধানী দিল্লির অগ্নিকান্ডে এখনও পর্যন্ত মৃত্যু ৪ জনের!
Key Highlights

মঙ্গলবার রাতে দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে একটি কাপড় প্রিন্টিংয়ের কারখানায় আগুন লাগে।

প্রায় ১২ ঘন্টা ধরে জ্বলছে আগুন! মঙ্গলবার রাতে দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে একটি কাপড় প্রিন্টিংয়ের কারখানায় আগুন লাগে। তারপর থেকে এখনও জ্বলছে আগুন। ইতিমধ্যে এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১৬টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আর্থ মুভার অর্থাৎ বুলডোজ়ার দিয়ে দেওয়াল ভেঙে ভিতরে আরও বেশি জল ছেটানোর ব্যবস্থা করছে দমকল। ওই কারখানায় কাপড় ও প্লাস্টিক প্রিন্টিংয়ের কাজ চলত, যার ফলে আগুন নেভাতেও বেগ পেতে হচ্ছে দমকলকে।