DCvsSRH | ভরদুপুরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি দিল্লি ক্যাপিটালস! সম্ভাব্য একাদশে রয়েছেন কারা কারা?

Sunday, March 30 2025, 5:15 am
highlightKey Highlights

আইপিএল ২০২৫এর ১০ নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি দিল্লি ক্যাপিটালস।


আইপিএলের ১০ নম্বর ম্যাচে ভরদুপুরে বিশাখাপত্তনমে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ফ্যাব ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা/মুকেশ কুমার। সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, সিমরজিৎ সিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File