DCvsSRH | ভরদুপুরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি দিল্লি ক্যাপিটালস! সম্ভাব্য একাদশে রয়েছেন কারা কারা?
Sunday, March 30 2025, 5:15 am

আইপিএল ২০২৫এর ১০ নম্বর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের ১০ নম্বর ম্যাচে ভরদুপুরে বিশাখাপত্তনমে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ফ্যাব ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা/মুকেশ কুমার। সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, সিমরজিৎ সিং।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল ২০২৫
- ক্রিকেটার
- ক্রিকেট
- দিল্লী ক্যাপিটালস্
- হায়দ্রাবাদ
- সানরাইজার্স হায়দরাবাদ