Delhi Blast | দিল্লি বিস্ফোরণের মদত! পুলওয়ামা থেকে গ্রেপ্তার সন্দেহভাজন কাশ্মীরি যুবক
Saturday, November 22 2025, 5:29 pm
Key Highlightsতুফায়েল দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত এবং জঙ্গি নেটওয়ার্কটিকে বিভিন্নভাবে সাহায্য করত।
দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার এ ঘটনায় পুলওয়ামা থেকে এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীরের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সে রাজ্যের তদন্তকারী সংস্থা। ধৃত শ্রীনগরের বাসিন্দা তুফায়েল আহমেদ পুলওয়ামায় একজন ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিল। সে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত জঙ্গি নেটওয়ার্কটিকে বিভিন্নভাবে সাহায্য করত। সন্ত্রাসবাদী সংস্থা জইশ ই মহম্মদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে তাঁর।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- এনআইএ
- বিস্ফোরণ
- গাড়ি বোমা বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- গ্রেফতার

