Delhi Blast | দিল্লি বিস্ফোরণে কাশ্মীর যোগ! অভিযুক্ত গাড়ির মালিক পুলওয়ামার তারেক!
Tuesday, November 11 2025, 2:24 am
Key Highlightsলালকেল্লার সামনে যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে সেটির বর্তমান মালিক তারেক নামের এক ব্যক্তি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা সে।
সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে হোন্ডাই I-10 গাড়িতে বিস্ফোরণ হয়েছে। গাড়ির নম্বরপ্লেটের সূত্র ধরে গাড়ির মালিকের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। আর তাতেই চোখ কপালে উঠেছে তাঁদের। পুলিশ সূত্রে খবর, গাড়িটি মহম্মদ সলমন নামে এক ব্যক্তির নামে রেজিস্টার করা রয়েছে। জিজ্ঞাসাবাদ পর্বে সলমন জানান দেড় বছর আগে এই গাড়িটি দক্ষিণ দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রকে বিক্রি করেছেন তিনি। দেবেন্দ্রর কাছ থেকে গাড়িটি কীভাবে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তারেকের কাছে পৌঁছলো তা নিয়ে ঘনাচ্ছে সন্দেহ। তারেককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- গাড়ি বোমা বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- বিস্ফোরণ
- লালকেল্লা
- জম্মু-কাশ্মীর
- গ্রেফতার

