Delhi Rain | ঝড় বৃষ্টির তোড়ে বিপর্যস্ত দিল্লি, জারি করা হলো রেড অ্যালার্ট !
Friday, May 2 2025, 5:04 am

শুক্রবার, দিল্লিতে লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকা সহ দিল্লির বেশ কয়েকটি অংশে জলা জমে গিয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে দিল্লি এবং তৎসংলগ্ন এলাকা ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে রয়েছে। রাজধানীর একাধিক অংশে শিলাবৃষ্টিও হয়েছে। লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকা সহ দিল্লির বেশ কয়েকটি অংশে জল জমে গিয়েছে বলে খবর। শুক্রবার দিল্লি এবং আশেপাশের এলাকায় তীব্র বজ্রপাত এবং ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরে রাজধানীতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টির জন্যে বিদ্যুৎ সংযোগও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা কতৃপক্ষের।