Delhi Pollution | দূষণে দমবন্ধ দিল্লির, বিষ-বাতাসে দৃশ্যমানতা শূন্য! বাতিল একাধিক বিমান
Wednesday, December 31 2025, 4:53 am
Key Highlightsবুধবার সকালেও শহরের মুখ ঢেকেছে ঘন কুয়াশায়। অন্যদিকে দূষণের মাত্রা সামান্য কমে তা পৌঁছল ‘মারাত্মক’ অবস্থায়।
শীত বাড়তেই রাজধানীতে বাড়ছে দূষণের মাত্রা। দূষণ নিয়ন্ত্রণে ‘ক্লাউড সিডিং’ করেও লাভ হয়নি। বুধবার সকালে ধোঁয়াশা ও দূষণে ঢেকেছে রাজপথ। ধোঁয়াশার জেরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে ১৪৮টি উড়ান। সড়কপথেও ধীর গতিতে চলছে গাড়ি। সাতসকালেও জ্বলছে সমস্ত গাড়ির হেডলাইট। এদিন দিল্লির গড় একিউআই দাঁড়িয়েছে ৩৮৮তে যা সোমবারের থেকে (৪০১) কিছুটা কম। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, ২ তারিখে ফের ‘অতি মারাত্মক’ এ পৌঁছে যেতে পারে তা।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- বায়ুদূষণ
- পরিবেশ দূষণ
- বিমান পরিষেবা
- বিমান বাতিল
- কুয়াশাচ্ছন্ন

