Delhi 10/11 Blast | যত কাণ্ড আল ফালহা-য়! ১১ দিন ধরে ইউনিভার্সিটি ক্যাম্পাসেই পার্ক করা ছিল সাদা হুন্ডাই!

ডাঃ মুজাম্মিল পুলিশের হাতে পড়ার পরে বা হরিয়ানায় তল্লাশি অভিযানের বিপদ আঁচ করেই হয়তো ডাঃ উমর গাড়িটি নিয়ে ফরিদাবাদ থেকে বেরিয়ে দিল্লির দিকে চলে এসেছিল।
দিল্লি বিস্ফোরণের তদন্তে ফের নজরে ফরিদাবাদের ইউনিভার্সিটি আল ফালহা। গত পরশু HR 26CE7674 নম্বর প্লেটে সাদা হুন্ডাই i20 গাড়িতেই বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, বিস্ফোরণের আগে প্রায় ১১ দিন ধরে ফরিদাবাদের ধৌজে আল-ফালাহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের ভিতরেই পার্ক করে রাখা ছিল ওই গাড়ি। ফরিদাবাদে ডাঃ মুজাম্মিল শাকিল ও ডাঃ শাহিনের আগ্নেয়াস্ত্র বোঝাই গাড়িটির পাশেই রাখা ছিল সেটি। ফরিদাবাদ থেকে ওই গাড়ি নিয়েই বেরিয়েছিল ডাঃ উমর উন নবি। পুলিশের অনুমান, বিস্ফোরণ নয়, বিস্ফোরক পদার্থ সরানোই উদ্দেশ্য ছিল তাঁর।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- লালকেল্লা
- জঙ্গি
- আত্মঘাতী হামলা
