প্রতিরক্ষাভারতের ভয়ে কাঁপবে চীন-পাকিস্তান, বিশ্বের সবথেকে ভয়ানক এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করার ঘোষণা
যত দিন যাচ্ছে ততই বেড়ে উঠছে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা। কখনও স্থলপথে, তো কখনও জলপথে, আবার কখনও আকাশ পথের সেনা ক্ষমতা মজবুত থেকে মজবুততর করতে একের পর এক শক্তিশালী অস্ত্র শস্ত্র কিনছে কিংবা প্রস্তুত করছে ভারত। বর্তমান সময়ে ভারতের যা ক্ষমতা, তাতে করে বেশকিছু শক্তিশালী হাতিয়ার ভারত নিজের দেশের মাটিতে বসেই তৈরি করতে সক্ষম হচ্ছে সেনাদের জন্য। সেইরকমভাবেই ভারতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে এবার বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে S-400 এয়ার ডিফেন্স মিসাইল। চিফ মার্শাল বিবেক রাম চৌধুরি এই মিশাইলকে ভারতীয় বায়ুসেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণাও করে দিয়েছেন।