Deepika Padukone: অসুস্থ দীপিকা ভর্তি হাসপাতালে !

Wednesday, September 28 2022, 7:39 am
highlightKey Highlights

অভিনেত্রী দীপিকাকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, গঠিত হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড।


সোমবার বিকেলে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে মুম্বইয়ের একটি সংবাদ সংস্থা। রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় অভিনেত্রীর। আপাতত ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যদিও দীপিকার পরিবারের তরফে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

MET Gala 2018: Deepika Padukone slays it in a red hot gown
MET Gala 2018: Deepika Padukone slays it in a red hot gown

হঠাৎই প্রবল শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন অভিনেত্রী। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না তাও জানা যায়নি। সময় নষ্ট না করে রাতের মধ্যেই অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

Deepika Padukone with her husband Ranveer Singh
Deepika Padukone with her husband Ranveer Singh

উল্লেখ্য, এর কয়েক মাস আগেই জুনে আরও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সে বারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শ্যুটিং চলাকালীন আচমকাই হৃদ্‌স্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল দীপিকার। হায়দরাবাদেরই কামিনেনি হাসপাতালে সেই সময় চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ এবং হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ ছবির কাজও চলছে দীপিকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File