Sambhal | সম্বলের মসজিদ পরীক্ষা সংক্রান্ত অশান্তির জেরে মৃত বেড়ে ৪! স্কুল কলেজ বন্ধের পাশাপাশি বন্ধ ইন্টারনেট পরিষেবাও
Monday, November 25 2024, 6:56 am
 Key Highlights
Key Highlightsসরকারি সমীক্ষক দল ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শুরু হয় অশান্তি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয় চার জনের! আহত হন ২০ জন পুলিশ অফিসার সহ বহু মানুষ।
উত্তরপ্রদেশের সম্বলের মসজিদের সমীক্ষার নির্দেশ দেয় আদালত। তবে সরকারি সমীক্ষক দল ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শুরু হয় অশান্তি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয় চার জনের! আহত হন ২০ জন পুলিশ অফিসার সহ বহু মানুষ। এরপরই কঠোর পদক্ষেপ করেছে যোগী সরকার। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে সম্ভলে। বন্ধ ইন্টারনেট পরিষেবাও। পাশাপাশি উত্তপ্ত এলাকাগুলিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। পাথর, কোনওরকম দাহ্য পদার্থ মজুত করা নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
-  Related topics - 
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার
- মসজিদ

 
 